মঙ্গলবার (০৭ মার্চ) খিলগাঁও, টিকাটুলি ও শাহবাগ মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
তিনটি স্থানে পরিচালিত অভিযানে ৭১টি গাড়ির বিরুদ্ধে মামলা ছাড়াও ৫টি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
অভিযানের সময় ২০ বছরের বেশি পুরনো গাড়ি আটকের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, চালকদের শিক্ষাগত যোগ্যতা, গাড়ির রুট পারমিট, রেজিস্ট্রেশনসহ অন্যান্য কাগজ পত্র যাচাই করা হচ্ছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার বাংলানিউজকে বলেন, জরিমানার ৫/১০ হাজার টাকা সরকারের কাছে কিছুই না। এটা নেওয়া মানে সরকারের লাভ হচ্ছে বিষয়টি মোটেও তা নয়। আমাদের উদ্দেশ্য সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা। কেউ যেন যেখানে সেখানে পার্কিং করে যানজট সৃষ্টি না করে, অবৈধ লাইসেন্স নিয়ে ড্রাইভ না করে। অভিযানের ফলে দুর্ঘটনা হার কমে আসবে।
তিনি আরও বলেন, একজন ব্যক্তি তিন চারটি মামলা খেয়েছেন তারপরও গুরুত্ব দিচ্ছেন না। জরিমানার টাকা দিয়ে আবার অবৈধভাবে গাড়ি চালাচ্ছেন। এতে অনেকে দুর্ঘটনা ঘটছে। অভিযান চলমান থাকলে অনেকেই সচেতন হবেন।
রাজধানীর খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করেন মোছা. জোহরা খাতুন ও ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মো. মামুন সরদার, টিকাটুলি এলাকায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তাসমিয়া এবং শাহবাগ এলাকায় ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার।
** বিআরটিএ’র অভিযানে যাত্রী হয়রানি
** অভিযানের খবরে সড়কে বাস উধাও
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএম/এমজেএফ