মঙ্গলবার (০৭ মার্চ) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশকে এগিযে নিয়ে যাচ্ছেন মত দিয়ে সরকারের এই সিনিয়র মন্ত্রী বলেন, হাসিনা আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন।
তিনি প্রশ্ন রাখেন, গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক যদি দারিদ্র বিমোচন করতো তাহলে উত্তরবঙ্গে মঙ্গা হতো কেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের বাজেট ছিল ৭৮৭ কোটি টাকা। বর্তমানে আমাদের বাজেট তিন লাখ কোটি টাকার উপরে। বাংলাদেশ আজ সব কিছুতেই পাকিস্তান থেকে এগিয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে।
**শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ বাতিলের বিধান রেখে অ্যাক্রেডিটেশন বিল
**ভেজাল পণ্য উৎপাদনে ৮৭ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসকে/আইএ