মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যায় রেলস্টেশন চত্বরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার সহযোগী পরিচালক মীর মো. শাহীন বাংলানিউজকে জানান, “প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়।
এ সময় পরিচালক না থাকায় মোবাইল ফোনে কল দিয়ে তার কাছে টিকিট চান। তিনি (পরিচালক) তখন কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন দিতে বলেন। দায়িত্বরত ব্যক্তি পরিচালককে জানান, ইমন এসেই টিকিট চেয়ে খারাপ ব্যবহার শুরু করেন। একথা বলার একপর্যায়ে ইমনের নেতৃত্বে একদল যুবক কাউন্টারে হামলা করে দরজা ভেঙে ফেলে। ”
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার সহযোগী পরিচালক মীর মো. শাহীন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/এমজেএফ