ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর করেছেন একদল যুবক।

মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যায় রেলস্টেশন চত্বরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার সহযোগী পরিচালক মীর মো. শাহীন বাংলানিউজকে জানান, “প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়।

মঙ্গলবারও টিকিট দেওয়া শুরু হলে ইমন নামে এক যুবক লাইনে না দাঁড়িয়ে টিকিট নিতে চান। এক পর্যায়ে ইমন কাউন্টারের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং পরিচালককে খুঁজতে থাকেন।

এ সময় পরিচালক না থাকায় মোবাইল ফোনে কল দিয়ে তার কাছে টিকিট চান। তিনি (পরিচালক) তখন কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন দিতে বলেন। দায়িত্বরত ব্যক্তি পরিচালককে জানান, ইমন এসেই টিকিট চেয়ে খারাপ ব্যবহার শুরু করেন। একথা বলার একপর্যায়ে ইমনের নেতৃত্বে একদল যুবক কাউন্টারে হামলা করে দরজা ভেঙে ফেলে। ”

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার সহযোগী পরিচালক মীর মো. শাহীন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।