মঙ্গলবার (০৭ মার্চ) জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিএনপি গত জাতীয় নির্বাচন করেনি, এখন তারা বুঝতে পারছে ভুল করেছে।
তিনি আরও বলেন, ২০০১ সালে এশাদকে নির্বাচনে বাধা দেওয়া হয়েছিলো তাও জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেনি। ’৭০ সালে বঙ্গবন্ধু নির্বাচনে না গেলে আজকে যে বাংলাদেশ দেখছি সেটা আমরা দেখতে পেতাম না। গণতন্ত্রের মধ্যে থেকেই আন্দোলন করতে হবে। এই দেশকে আগুন দিয়ে পোড়ানোর জন্য তৈরি করা হচ্ছে না। মৌলবাদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স সেটা ধরে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসকে/এমজেএফ