মঙ্গলবার (০৭ মার্চ) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইমামবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সালাম দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (০৮ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) রাজীব খান বাংলানিউজকে জানান, আব্দুস সালামের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১০টিরও অধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হত্যা মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/