মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭) দিনগত রাতে সদর উপজেলার স্টেডিয়ামের পাশে রেদোয়ান ভবনে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার কথা প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
মিরসরাইয়ের সহকারী পুলিশ সুপার সার্কেল মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, রাত থেকে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নান জানান, গুলশানে হামলায় যে গ্রেনেড ব্যবহার হয়েছিল, সে ধরনের হ্যান্ডমেড গ্রেনেড মিরসরাইয়ের একটি আস্তানায় পাওয়া গেছে। গ্রেনেডগুলো ওই আস্তানার ভেতরে ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরডিজি/এসএইচডি/আরবি/এসএইচ/