ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৬ জেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কমলনগরে ৬ জেলে আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে ছয় জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে বুধবার (০৮ মার্চ) সকাল ৭টা পর্যন্ত মেঘনা নদীর বাতিরঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন-রিপন মিয়া, নুর আলম, দিদার, রাশেদ, জহিরুল ইসলাম ও ইউছুফ।

তারা সবাই উপজেলার চর কালকিনি গ্রামের বাসিন্দা।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করা হয়েছে। এসময় জাটকাসহ প্রায় চার ঝুড়ি (১৫০ কেজি) মাছ ও চার হাজার মিটার জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদনে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।