ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বেশী রাঙামাটিতে কম মামলা নারীদের

ইলিয়াস সরকার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কক্সবাজারে বেশী রাঙামাটিতে কম মামলা নারীদের

ঢাকা: ভোগান্তি মাথায় নিয়ে নির্যাতিত নারীরা মামলা করে থাকেন। অনেক সময় লোকলজ্জায় মামলাই করেন না অনেকে। আবার কেউ কেউ স্রেফ হয়রানি করতেই ঠুকে দেন নির্যাতনের মিথ্যা মামলা। দেশের সব বিচারিক আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া এমন মামলার সংখ্যা এখন এক লাখ ৫৬ হাজার ৮২টি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিলো এক লাখ ৫২ হাজার ৩৫টি। এরপর গত ১৪ মাসে অনেক মামলার নিষ্পত্তি যেমন হয়েছে, তেমনি ঠোকা হয়েছে নতুন মামলা।  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তৈরি করা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মামলার পরিসংখ্যানমূলক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়, দেশে মোট ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে।

বাকি জেলাগুলোতে জেলা জজ আদালতে এসব মামলার বিচার হয়। এর মধ্যে ১৮টি জেলাসহ ৫৪ ট্রাইব্যুনালে গত বছর নিষ্পত্তি হয়েছে ৪৭ হাজার তিনটি মামলা। আর যোগ হয়েছে ৫২ হাজার ৯২০টি।
 
৫৪ ট্রাইব্যুনাল
নারী ও শিশু নির্যাতনের ৫৪ ট্রাইব্যুনালের মধ্যে ঢাকায় ৫টি, চট্টগ্রামে তিনটি, রাজশাহী ও বগুড়ায় ২টি করে ট্রাইব্যুনাল রয়েছে।
 
এর মধ্যে (একটি ট্রাইব্যুনালে) সবচেয়ে বেশি মামলা বিচারাধীন রয়েছে কক্সবাজারে। সেখানে সাত হাজার ৪৭টি মামলা বিচারাধীন। আর সর্বনিম্ন মামলা রয়েছে মুন্সীগঞ্জে ৬২৩টি। তবে ঢাকার ৫টি ট্রাইব্যুনালের মামলা হিসেব করলে সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ১২৬টি।
 
১৮ জেলা জজ আদালত
যেসব জেলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নেই সেই ১৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে ভোলা জেলায়। যার সংখ্যা দুই হাজার ৮২১টি। আর সবচেয়ে কম মামলার সংখ্যা হচ্ছে রাঙামাটিতে। যেখানে মামলার সংখ্যা মাত্র ৩৪৯।
 
তবে জেলা ভিত্তিক (ঢাকা ব্যতীত) একটি আদালতে সবচেয়ে বেশি মামলা রয়েছে কক্সবাজারে (৭০৪৭)। আর সবচেয়ে কম হচ্ছে রাঙামাটি জেলায় (৩৪৯)।
 
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ৮,২০১৭
ইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।