বুধবার (০৮ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো ফুল প্যান্ট ও সাদা নীল রংয়ের চেকশার্ট ছিল। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরএস/এসআরএস/আইএ