ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

সে অনুযায়ী তার নাম খোকন চন্দ্র চক্রবর্তী (৩৫)। বাসা কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ মাদখোলা এলাকায়। বাবার নাম সূর্য কুমার চক্রবর্তী।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো ফুল প্যান্ট ও সাদা নীল রংয়ের চেকশার্ট ছিল। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।