ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া করেছিল জঙ্গিরা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া করেছিল জঙ্গিরা ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া করেছিল জঙ্গিরা-ছবি: বাংলানিউজ

মিরসরাই থেকে: কুমিল্লার চান্দিনায় বোমামসহ আটক দুই জঙ্গি হাসান (৩০) ও জসিম (৩২) ভুয়া পরিচয়পত্র দিয়ে থাকতো মিরসরাইয়ের ‘রিদওয়ান মঞ্জিল’ নামে এক বাসায়।

তাদের স্বীকারোক্তির আলোকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালায়। এসময় গ্রেনেড ও বিভিন্ন ধরনের বোমা উদ্ধার করে তারা।

মিরসরাই সদর ইপজেলার স্টেডিয়াম সংলগ্ন রিদওয়ান মঞ্জিলের মালিক মোহাম্মদ রিদওয়ান বাংলানিউজকে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা এ বাসাটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়। কিন্তু এখন দেখা যায় তাদের সেই পরিচয়পত্র ভুয়া।

তিনি আরো জানান, তারা বাসা ভাড়া নেওয়ার সময় তাদের নাম উল্লেখ করেন কামাল উদ্দিন ও মাহমুদ। তাদের সঙ্গে ২৩/২৫ বছরের একটা নারীও থাকতো, তার একটা বাচ্চাও ছিল। কোনোভাবেই বোঝা যায়নি তারা এ কার্যক্রমের সঙ্গে জড়িত।

রিদওয়ান জানান, যাবতীয় পরিচয় দেখেই তাদের ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সব পরিচয়ই ভুয়া।
 
এর আগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত অধিক গতি সম্পন্ন গাড়ি চিহ্নিতকরণে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় অভিযান চলছিল। অভিযান চলাকালীন বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের অধিক গতি চিহ্নিত হয়।

পুলিশ গাড়িটি ধাওয়া করে থামানোর পর বাস থেকে নেমে আসা যাত্রীবেশী দুই যুবক পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় পুলিশ তাদের পেছনে ধাওয়া করলে, তারা বোমা ছোড়া অবস্থায় দৌড়ে একটি গ্রামের ভেতরে প্রবেশ করে। ওই সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে এবং আহত অবস্থায় হাসানকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি বোমা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

মিরসরাইয়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে সিটিটিসি ইউনিট ওই বাড়িটিতে অভিযান চালায়। এসময় গ্রেনেডসহ অস্ত্র পাওয়া যায়।

বর্তমানে পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে। পরে কাউন্টার টেরোরিজম ইউনিট বোমাগুলো ধ্বংস করার কথা রয়েছে।

** মিরসরাইয়ে উদ্ধারকৃত গ্রেনেড ধ্বংস
** মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র উদ্ধার
** মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান, হ্যান্ড গ্রেনেড উদ্ধার
** মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসএইচডি/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।