বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল সাব্বির। পথে সিংগা বাজারে এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকসহ চালক আব্দুল রউফকে (৫০) আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/