জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭ উপলক্ষে বুধবার (০৮ মার্চ) সকালে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়ার আয়োজন করে।
মহড়ায় দেখা যায়, হঠাৎ করে গাউছিয়া মার্কেটের ৪ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এছাড়া মহড়ায় আগুন লাগার সময় ও পরে কিভাবে নিজেদের ও আশেপাশের লোকজনকে রক্ষা করবেন সে বিষয়েও দোকান মালিক ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, দোকান মালিক ও গাউছিয়া মার্কেটের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
মহড়া অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল বলেন, এসব আপতকালীন সময়ের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এ ধরনের ঘটনা কখন ঘটে যাবে তা আমরা কেউ বলতে পারবো না। তাই আমরা যতো বেশি সচেতন থাকবো ততোবেশি সুরক্ষিত থাকবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ডিরেক্টর মেজর সাকিল দেওয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৮,২০১৭
এমএ/জেডএস