ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাউছিয়া মার্কেটে অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
গাউছিয়া মার্কেটে অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া গাউছিয়া মার্কেটে অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া

ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা থেকে কীভাবে দোকান মালিক ও কর্মচারীরা রক্ষা পাবেন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গাউছিয়া মার্কেটে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭ উপলক্ষে বুধবার (০৮ মার্চ)  সকালে  বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়ার আয়োজন করে।

মহড়ায় দেখা যায়, হঠাৎ করে গাউছিয়া মার্কেটের ৪ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দ্রুত দোকান মালিকরা ফায়ার সার্ভিসে ফোন করলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। এ সময় তারা নিজেদের বিভিন্ন কলাকৌশলে মার্কেটের আগুন নেভানোর কাজ করেন এবং ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসেন।  

এছাড়া মহড়ায় আগুন লাগার সময় ও পরে কিভাবে নিজেদের ও আশেপাশের লোকজনকে রক্ষা করবেন সে বিষয়েও দোকান মালিক ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, দোকান মালিক ও গাউছিয়া মার্কেটের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

মহড়া অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল বলেন, এসব আপতকালীন সময়ের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এ ধরনের ঘটনা কখন ঘটে যাবে তা আমরা কেউ বলতে পারবো না। তাই আমরা যতো বেশি সচেতন থাকবো ততোবেশি সুরক্ষিত থাকবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ডিরেক্টর মেজর সাকিল দেওয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৮,২০১৭ 
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।