সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন সংস্থাটির সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ এর বিধি ৯ এর উপবিধি সংশোধন করে দাঁড়িপাল্লা প্রতীকটি বাদ দেওয়া হয়েছে।
আগের প্রতীকের তালিকার জায়গায় নতুন একটি তালিকা প্রতিস্থাপন করা হয়েছে। আগের তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক ছিল ৩২ নম্বর ক্রমিকে। এবারের তালিকায় মোট ৪৯টি প্রতীক রাখা হয়েছে। যেখানে ৩২ নম্বর ক্রমিকে রয়েছে দাবাবোর্ড। এ তালিকায় ধানের শীষ ৩৫ নম্বরে আর নৌকা রয়েছে ৩৭ নম্বরে। এছাড়া লাঙল ৫৫ নম্বরে, কাস্তে ৮ নম্বরে ও মশাল ৪৮ নম্বরে রয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। ২০১৩ সাল থেকে জামায়াতকে অনিবন্ধিত হিসেবে গণ্য করছে কমিশন। কেননা, হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়।
২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি জামায়াতের নিবন্ধন নিয়ে এক রিট পিটিশন দায়ের করেন। কয়েক দফা শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট এক রায়ে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়াকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও আইনগত অকার্যকর মর্মে ঘোষণা করায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নামের রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল হয়।
স্থানীয় নির্বাচনের প্রতীকের তালিকায়ও দাঁড়িপাল্লা প্রতীক আগেই বাদ দিয়েছে ইসি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইইউডি/জেডএস