বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে পৌনে ছয়টায় আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় ইব্রাহীম হাজী ও শওকত নামে দুই ভাইয়ের টিনসেটের ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানায়, সন্ধ্যায় একটি টিনসেড ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝুটের গুদামে সুতা, পাঠের বস্তা ও বিভিন্ন কাপড়ের টুকরা থাকায় আগনু দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছু বেগ পেতে হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ