ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুসিক নির্বাচনের আইন-শৃঙ্খলা বৈঠক বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কুসিক নির্বাচনের আইন-শৃঙ্খলা বৈঠক বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণে সব বাহিনীর সঙ্গে বৃহস্পতিবার (০৯ মার্চ) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার (০৮ মার্চ) ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, এরইমধ্যে সব বাহিনীর প্রধান ও প্রতিনিধিদের সভায় উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে।

ওই বৈঠকে কুসিক নির্বাচন, সুনামগঞ্জ-২ ও গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।

এরইমধ্যে ইসি সচিব বলেছেন, কুসিক নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগ তাৎপূর্ণ। তাই এ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। এ কমিশনের অধীনে এটা একটি বড় ধরনের নির্বাচন হতে যাচ্ছে। তাই কমিশন এবার আরো বেশি সতর্ক অবস্থানে থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইইউডি/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।