ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বুধবার (০৮ মার্চ) ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, এরইমধ্যে সব বাহিনীর প্রধান ও প্রতিনিধিদের সভায় উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।
এরইমধ্যে ইসি সচিব বলেছেন, কুসিক নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগ তাৎপূর্ণ। তাই এ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। এ কমিশনের অধীনে এটা একটি বড় ধরনের নির্বাচন হতে যাচ্ছে। তাই কমিশন এবার আরো বেশি সতর্ক অবস্থানে থাকবে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইইউডি/এএটি/জেডএস