ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারী এমপিদের দিয়ে শুরু করলেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
নারী এমপিদের দিয়ে শুরু করলেন স্পিকার

জাতীয় সংসদ ভবন থেকে: নারী সদস্যদের কথার মধ্য দিয়েই দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের শুরু করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বিকেল ৩টা ২৫ মিনিটে অধিবেশনের শুরুতেই আইন প্রণয়ন কার্যাবলিতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপনের আহ্বান জানান তিনি। এরপর মন্ত্রী বিলটি উত্থাপন করেন এবং বিল উত্থাপনের সময় মন্ত্রী সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানান।

এরপর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আরও একটি বিল উত্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে সুযোগ নেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এরপর বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পী। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা করেন, হুইপ মাহবুব আরা গিনি, মাহজাবিন খালেদ, জেবুন নেসা আফরোজ প্রমুখ।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, প্রধামনন্ত্রী শেখ হাসিনাকে নারী জাগরণের ‘বন্ধু’ হিসেবে বিশ্ব সমাজ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এসময় দিবসটি উপলক্ষে বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে নারী অধিকার প্রশ্নে সর্বপ্রথম বলিষ্ঠ পদক্ষেপ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সরকার সর্বপ্রথম জাতীয় সংসদের নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষতি করে নারীর রাজনৈতিক অধিকারকে সমুন্নত করেন।

কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর নারী অধিকার বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিলো। আমরা আবারও সেই স্বর্ণযুগ পেয়েছি যখন বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ১৯৯৬ সালের নির্বাচনে নির্বাচিত করেছিলো- বলে যোগ করেন তিনি।

আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য তুলে ধরে ফজিলাতুন নেসা বলেন, বাংলাদেশের নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়িত হচ্ছে। আমরা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিশ্বে একটি উদহারণ হিসেবে পরিগণিত হয়েছি। এটাই আমাদের সাফল্য। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের যে স্বপ্নটি দেখেছিলেন, সেই স্বপ্নটিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার নারী সমাজ আজীবন; বাংলার মানবসমাজ ও বিশ্বসমাজ; প্রধামনন্ত্রী শেখ হাসিনাকে নারী জাগরণের এক বন্ধু হিসেবে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করবে এবং কৃতজ্ঞতা জানাবে।

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নারী দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে রয়েছে। রাজনীতিতেও অসাধারণ ভূমিকা রেখেছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন জয়জয়কার।

হুইপ মাহবুব আরা গিনিও নারী দিবসে সকলকে শুভেচ্ছা জানান। একইভাবে শুভেচ্ছা জানান মাহজাবিন খালেদা ও জেবুন নেসা আফরোজও।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসএম/ওএইচ/এমজেএফ

**
সংসদে শিপিং করপোরেশন বিল পাস
**নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ
**বিনা বিচারে কারারুদ্ধরা রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।