ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় সি-বোট উল্টে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
পদ্মায় সি-বোট উল্টে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে সি-বোট উল্টে লাবিব (৮) নামে একটি শিশু মারা গেছে। এসময় আহত হয়েছে আরো ৯ যাত্রী।

বুধবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবের বাড়ি শরিয়তপুর।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিত ঘোষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর খবর আমরা সন্ধ্যার পরে পেয়েছি। বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে একটি সি-বোট শরিয়তপুরের দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে। এতে সি-বোটটি উল্টে গেলে একটি শিশুসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।