বুধবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবের বাড়ি শরিয়তপুর।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিত ঘোষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর খবর আমরা সন্ধ্যার পরে পেয়েছি। বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে একটি সি-বোট শরিয়তপুরের দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে। এতে সি-বোটটি উল্টে গেলে একটি শিশুসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এএটি/আরএ