বুধবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বামনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে বামনপাড়া এলাকার দেলোয়ার হোসেন তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কোপ দেয়।
তিনি আরো জানান, এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী দেলোয়ার পলাতক রয়েছেন। এ ব্যপারে ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ