আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, জমিতে বীজ বোনা থেকে শুরু করে বাজারে ফসল বিক্রিতে পর্যন্ত নারীরা ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, পুরুষরা নারীদের সহযোগিতা করছেন। কিন্তু পুরুষদের ছাড়িয়ে গেলে, সেটি সহজভাবে নিতে পারছেন না।
পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরুষরা আপনারা নারীদের ছোট ভাববেন না। একই মায়ের পেটে ভাই-বোনের জন্ম হয়েছে। সেখানে ভেদাভেদ কেউ করেনি। এ সমাজ ভেদাভেদ সৃষ্টি করেছে। ভাইদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সবাইকে মানুষ হিসেবে ভাবতে হবে।
কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহ’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. সুই লাউজি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএন/ওএইচ/এমজেএফ