ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুরুষকে সভ্য হতে হবে (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
পুরুষকে সভ্য হতে হবে (ভিডিও) কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন মেহের আফরোজ চুমকি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মস্থলে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে পুরুষকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, আমাদের বোনেরা রাতে কাজ করতে পারে না। সে দোষ কার! নারীকে কাজ করতে হলে পুরুষকে সভ্য হতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুমকি বলেন, জমিতে বীজ বোনা থেকে শুরু করে বাজারে ফসল বিক্রিতে পর্যন্ত নারীরা ভূমিকা রাখছে।

আমাদের প্রাথমিক শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতি বেশি। এখন উচ্চ শিক্ষায়ও এ উপস্থিতি ধরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পুরুষরা নারীদের সহযোগিতা করছেন। কিন্তু পুরুষদের ছাড়িয়ে গেলে, সেটি সহজভাবে নিতে পারছেন না।
 
পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরুষরা আপনারা নারীদের ছোট ভাববেন না। একই মায়ের পেটে ভাই-বোনের জন্ম হয়েছে। সেখানে ভেদাভেদ কেউ করেনি। এ সমাজ ভেদাভেদ সৃষ্টি করেছে। ভাইদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সবাইকে মানুষ হিসেবে ভাবতে হবে।

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহ’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. সুই লাউজি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএন/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।