বুধবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত দিপ্তকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক দিলু মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার জাকির হোসেনের ছেলে।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিলন হোসেন বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে মাগুরা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী দিপ্ত কুমার পরীক্ষা শেষে রুম থেকে বের হলে ধারালো ছুরি দিয়ে দিলু তাকে কুপিয়ে জখম করে। এসময় উপস্থিত জনতা দিলুকে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করে।
এসআই মিলন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিলু জানিয়েছে, তার চাচাতো বোনকে উত্ত্যক্ত করার অভিযোগে সে এ ঘটনা ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ