ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে কাজী মতিউর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ধুনটে কাজী মতিউর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ধুনটে কাজী মতিউর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে কাজী মতিউর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (০৮মার্চ) বিকেলে মথুরাপুর-মহিশুরা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গোপালনগর ইউনিয়ন সাবেক মেম্বার সেজাব উদ্দিন সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে মানববন্ধন বক্তব্য রাখেন ইউপি সদস্য মোস্তাফিজার রহমান মিন্টু, বিবাহ রেজিস্টার সাইফুল ইসলাম, ব্যবসায়ী মেনহাজ উদ্দিন, আজিজার রহমান, জিল্লুর রহমান, সাবেক মেম্বার জালাল উদ্দিন, রাবেয়া, মোমেনা খাতুন, রোকেয়া বেগম, মোস্তাফিজুর রহমান, শিক্ষক বাবুল সরকার, নিহতের স্ত্রী মর্জিনা খাতুন, ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মেয়ে মুক্তা খাতুন।

এরআগে ২০১৬ সালের ৩ জুলাই রাতে নিজ বাড়ি ফেরার পথে কাজী মতিউর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও মূলহোতা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

নিহতের স্ত্রী মর্জিনা খাতুন মানববন্ধন কর্মসূচিতে বলেন, এজাহারভুক্ত কয়েকজন আসামিকে গ্রেফতার করলেও জামিনে বের হয়ে আমাকে ও আমার সন্তানকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন।

হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত ন্যায় বিচারের দাবি জানান মর্জিনা খাতুন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।