বিশ্ব নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) বিকেলে আয়োজিত ‘পরিবর্তনের জন্য আত্মবিশ্বাসী হও’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া হাউসের সম্মেলনকক্ষে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর।
গোলটেবিল আলোচনায় অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট এলিনা খান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোর’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম, নিউজেটোয়েন্টিফোর’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান।
মেহের আফরোজ চুমকি বলেন, নারীর প্রতি সহিংসতা কমানোর জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারী-পুরুষকে সমতা বজায় রেখে কাজ করতে হবে। নারীকে আত্মবিশ্বাসী হতে হবে। নারী সহিংসতার মামলাগুলোর রায় হচ্ছে। বাল্যবিয়ে বন্ধ করতে আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত দেশে বাল্যবিয়ে অর্ধেকে নেমে আসবে।
জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি সবার আগে প্রয়োজন। পশ্চিমা দেশগুলোতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন। ফলে তারা নির্যাতনের শিকার হলে প্রতিবাদ করে। কিন্তু আমাদের দেশের নারীদের একটা বড় অংশ নির্যাতনের শিকার হলেও বলতে পারছে না, যার মূল কারণ অর্থনৈতিক পরাধীনতা। নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য চাই প্রশিক্ষণ। তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। নিজের প্রতি নিজের বিশ্বাস তৈরি করতে হবে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট এলিনা খান বলেন, নারীদের বাল্যবিয়ে রোধ না করা গেলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ অল্প বয়সে যখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন সেই মেয়ের না হয় লেখাপড়া, না হয় কর্মজীবন। ফলে নিজের প্রতি নিজের যে আস্থা একজন মানুষের থাকা দরকার, তা তার তৈরি হয় না। আর একজন মানুষের যদি নিজের প্রতি নিজের আস্থাই না থাকে, তাহলে সে সামনে কাজ করবে কীভাবে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা ও সাবিনা আক্তার তুহিন, চট্টগ্রাম উইমেন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এর পরিচালক খুস্তিজা নূর-ই-নাহারিন, নিউজটোয়েন্টিফোর’র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইউএম/এইচএ/