ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ পলিথিন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
পটুয়াখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ পলিথিন উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ।

বুধবার (৮ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ফেরদৌসের নেতৃত্বে সদর উপজেলার নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স গৌতম স্টোরের প্রোপাইটর গৌতম দাসকে ২ হাজার টাকা, মেসার্স রবিন স্টোরের প্রোপাইটর রবিন দাসকে ৫ হাজার টাকা, মেসার্স সুশান্ত স্টোরের প্রোপাইটর সুশান্ত চন্দ্রকে ২০ হাজার টাকা, মেসার্স অনিল স্টোরের প্রোপাইটর অনিল দাসকে ৫ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরেফিন বাদল ও এ এইচ এম রাসেদ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।