ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নিহত আব্দুল জলিল

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বটতলীতে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসময় আহতাবস্থায় জলিলের স্ত্রী অনেছা বেগমকে (৩৮) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় দিমেক হাসপাতালে জলিলের মৃত্যু হয়।

নিহত জলিল বীরগঞ্জ উপজেলার ধনগাঁও গ্রামের মৃত ভোলার ছেলে।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে বীরগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জলিলের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।