বুধবার (০৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার মোজারমেল দেহরা এলাকার নাজমা বেগমের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পারভেজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জামতৈল গ্রামের কাবিল উদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পারভেজ গ্রামের বাড়ি ও এই এলাকার বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে সেই টাকা পরিশোধ করতে না পেরে সন্ধ্যায় নিজ কক্ষে দরজা বন্ধ করে আড়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এসময় স্থানীয়রা জানলা দিয়ে পারভেজের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএনএস