বুধবার (০৮ মার্চ) সন্ধায় ভারত সীমান্ত দিয়ে পাথরবোঝাই ট্রেন (ওয়াগন) নিয়ে পণ্যবাহী ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে।
এর আগে, দুপুরে পণ্যবোঝাই ওয়াগনগুলোকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন ভারতে প্রবেশ করে।
পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশ আনন্দিত।
দিনাজপুর স্টেশন সুপার (এসএস) ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রেন (ওয়াগন) পরীক্ষামূলক প্রবেশ করেছে। অতিসত্বর স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হবে।
আবু আহমেদ নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, ভারত থেকে পণ্যবাহী ট্রেন আসায় খুবই আনন্দ লাগছে। আগামী দিনে বাণিজ্যের দরোজা উম্মেচন হওয়ায় স্বল্প সময়ে মালামাল আমদানি-রফতানি করা সম্ভব হওব। এছাড়া বাণিজ্যিকভাবে এখানকার ব্যবসায়ীরা লাভবান হবেন।
পণ্যবাহী ট্রেনের পাশাপাশি এই রুটটি দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলেরও দাবি জানিয়েছে সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএনএস