বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১০টা নাগাদ মেসের রিডিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, জান্নাতুল ফেরদৌস অনার্স তৃতীয় বর্ষের কেমেস্ট্রির ছাত্রী।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এজেডএস/এসআরএস/জেডএস