বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ৭টার দিকে সীমান্তের পীরের বাজার এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা ভারত থেকে ৩৭টি গরু নিয়ে আসছে। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনইউ/এএটি/জেডএস