ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিছানাকান্দি সীমান্ত থেকে ৩৭টি গরু উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বিছানাকান্দি সীমান্ত থেকে ৩৭টি গরু উদ্ধার বিছানাকান্দি সীমান্ত থেকে ৩৭টি গরু উদ্ধার-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ৩৭টি ভারতীয় গরু উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি- ৪৮) সদস্যরা।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ৭টার দিকে সীমান্তের পীরের বাজার এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা ভারত থেকে ৩৭টি গরু নিয়ে আসছে। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনইউ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।