ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৯০ শতাংশ তথ্য সঠিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৯০ শতাংশ তথ্য সঠিক ইলেকশন ওয়ার্কিং গ্রুপের জরিপের তথ্য তুলে ধরা হচ্ছে- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৯০ শতাংশ তথ্য সঠিক। তবে তালিকায় থাকা ১.৮ শতাংশ ভোটার খুঁজে পাওয়া যায়নি। এমনই এক তথ্য উঠে এসেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের জরিপে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে জরিপের এ চিত্র তুলে ধরে গ্রুপটি।
 
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল আলীম বলেন, ভোটার তালিকা থেকে দ্বৈব-চয়নের মাধ্যমে ‘লিস্ট টু পিপল’ এবং ‘পিপল টু লিস্ট’র ৩০০০ ভোটারকে বাছাই করা হয়।

তাদের জরিপের আওতায় নিয়ে এসে মূল্যায়ন করে এ ফলাফল পাওয়া যায়।

তিনি বলেন, ভোটার তালিকায় লিপিবদ্ধ সব ধরনের তথ্য আলাদাভাবে ৯০ শতাংশ সঠিক, নামের বানানের ক্ষেত্রে ৩.৪ শতাংশ ভুল, বাবা/ স্বামীর নামের বানানের ক্ষেত্রে ৭.৯ শতাংশ ভুল, মায়ের নামের বানানের ক্ষেত্রে ৭.১ শতাংশ ভুল, জন্মতারিখ আর পেশার ভুলের ক্ষেত্রে যথাক্রমে ৩.৭ আর ৫.৮ শতাংশ ভুল তথ্য রয়েছে।

তবে অডিট পর্যবেক্ষণ করে দেখা গেছে, নাম-পরিচয় খুঁজে পাওয়া যায়নি এবং ভোটার তালিকায় মৃত ব্যক্তি ৩ শতাংশ। শুধুমাত্র নাম-পরিচয় খুঁজে পাওয়া যায়নি তাদের সংখ্যা ১.৮ শতাংশ।  

অডিটে আরও উঠে এসেছে ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ৩.৩১ শতাংশ নাগরিক নিবন্ধিত নন।  

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য আব্দুস সালাম,  নোমান আহমেদ খান, রেজাউল করিম।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসটি/জেডএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।