ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
শরীয়তপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক শরীয়তপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

শরীয়তপুর: শরীয়তপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৮ মার্চ) দিনগত রাত ১‍টার দিকে সদর উপজেলার মনোহার বাজার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার আব্দুল হামেদ খানের ছেলে সুজন খান (২২) ও সাত্তার বেপারীর ছেলে পাভেল বেপারী (২২)।

শরীয়তপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা বুধবার গভীর রাতে সদর উপজেলার মনোহর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

এসময় ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার পশ্চিম কাশাভোগ এলাকার সুজনের নানা হান্নান খানের বাড়ি থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।