ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় পুত্রবধূ ধর্ষণের দায়ে শ্বশুর জামাল হোসেনকে (৪৫) যাবজ্জীবন সশ্রম ক‍ারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নারী ও শিশু নির্য‍াতন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।

জামাল হোসেন লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আকবার আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ২০০৭ সালের ২১ মে লালপুর উপজেলার নারায়নপুর গ্রামের গৃহবধূ সিমা বেগমকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে তার শ্বশুর জামাল হোসেন।  

এই ঘটনায় ধর্ষিতা পুত্রবধূ সিমা বেগম বাদী হয়ে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মালাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।