ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মেহেরপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নিরব হোসেন (৯ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

নিরব হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের ছেলে।

রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে পাতলা পায়খানা করছিল নিরব। সোমবার তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পরদিন মঙ্গলবার তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।  

সন্ধ্যায় সে আরো অসুস্থ হলে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।