বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
নিরব হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের ছেলে।
রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে পাতলা পায়খানা করছিল নিরব। সোমবার তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পরদিন মঙ্গলবার তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
সন্ধ্যায় সে আরো অসুস্থ হলে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ