বৃহস্পতিবার (৯ মার্চ) জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন। শুনানিতে সানীর আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ ও জুয়েল আহম্মেদ মামলার বিষয়ে বাদীর সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়েছে মর্মে আদালতকে জানান।
এ সময় মামলার বাদী নাসরিন সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জামিনের বিরোধিতা করেননি।
সানীর আইনজীবী জুয়েল আহম্মেদ সাংবাদিকদের জানান, এ মামলায় জামিন পেলেও সানী এখনই মুক্তি পাচ্ছেন না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তার জামিন না হওয়ায় তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আরাফাত সানীর মা নার্গিস আক্তারও এই মামলায় আসামি।
এর আগে গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা করেন নাসরিন সুলতানা।
গত ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে সানী কারাগারে আটক আছেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এমআই/জেডএম/