ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

৯০ শতাংশ পুরুষ অভিবাসী শ্রমিক দুর্নীতির শিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
৯০ শতাংশ পুরুষ অভিবাসী শ্রমিক দুর্নীতির শিকার

ঢাকা: বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া ৯০ শতাংশ পুরুষ অভিবাসী শ্রমিক দুর্নীতির শিকার হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এছাড়া ২০১৬ সালে অভিবাসন কর্মীদের ভিসা সংগ্রহ করতে হুন্ডির মাধ্যমে দেশ থেকে ৫ হাজার ২৩৪ কোটি টাকা পাচার হয়েছে বলেও সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন: সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক এক গবেষণা প্রতিবেদন পেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা সংগ্রহ থেকে শুরু করে গন্তব্য দেশে যাওয়া পর্যন্ত দালাল ও বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা এই দুর্নীতির শিকার হচ্ছে।

আরও বলা হয়, গন্তব্য দেশে অবৈধভাবে ভিসা বিক্রি এবং ভিসা কেনার জন্য হুন্ডির মাধ্যমে ২০১৬ সালে এই বিশাল পরিমাণের অর্থ দেশ থেকে পাচার হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’র আইনি প্রয়োগের সীমাবদ্ধতা, ভিসা সংগ্রহ, ভিসা প্রক্রিয়াকরণ, জটিল ও দীর্ঘ অভিবাসন প্রক্রিয়া এবং দালাল ও রিক্রুটিং এজেন্সি নির্ভর সেবার কারণে বাংলাদেশের অভিবাসন খাতে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।