ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মেঘলা আবহাওয়া, কালবৈশাখীর আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাজশাহীতে মেঘলা আবহাওয়া, কালবৈশাখীর আশঙ্কা সকাল থেকেই রাজশাহীর আকাশে মেঘের আড়ালে ঢাকা পড়ছে সূর্য

রাজশাহী: দুইদিন থেকে মেঘ জমে আছে রাজশাহীর আকাশে। শেষ ফাল্গুনে বইছে ঠাণ্ডা বাতাসও। কেবল বৃষ্টি ঝরছে না। তবে যেকোনো সময় রাজশাহীর ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে যেতে পারে। মেঘলা আবহাওয়া তারই পূর্বাভাস দিচ্ছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অধিদফতর। 

এমন বৈরী আবহাওয়ায় শঙ্কিত হয়ে উঠেছেন রাজশাহী অঞ্চলের আমচাষিরা। মাঠের রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরাও।

চলতি সপ্তাহের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে রাজশাহীতে মাঝেমধ্যে মেঘলা আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাত হয়নি। এর মধ্যে দুইদিন থেকে চলছে রোদ-মেঘের লুকোচুরি। সকাল থেকে কখনও সূর্যের তীর্যক কিরণ উত্তাপ ছড়াচ্ছে। কখনও আবার সাদা মেঘের ভেলায় ঢাকা পড়ছে সেই সূর্য।  

দিনভর বইছে দখিনা বাতাস। সন্ধ্যার পর ঠাণ্ডা আবহাওয়ার কারণে শেষ ফাল্গুনেও শীতবস্ত্র শরীরে জড়াতে হচ্ছে নগরবাসীর। ঠাণ্ডা-গরম আবহাওয়ায় নগরীর ঘরে ঘরে জ্বর-সর্দি, কাশিসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এমন বৈরী আবহাওয়া রাজশাহীতে আমের মুকুল ও গুটির জন্য ক্ষতিকর বলে মনে করছেন স্থানীয় চাষিরা।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামের আমচাষি হোসেন আলী বাংলানিউজকে বলেন, এখন কুয়াশা না থাকলেও দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকছে। বিশেষ করে চলতি সপ্তাহের গত দুইদিন থেকে ভালো করে সূর্যের মুখ দেখা যায়নি। টানা মেঘলা আবহাওয়া আমের মুকুল ও গুটির জন্য ক্ষতিকর। আবহাওয়ার উন্নতি না হলে আমগাছে হপার পোকা আক্রমণের আশঙ্কা রয়েছে। এর উপর ঝড়-বৃষ্টি হলে মাথায় হাত পড়তে পারে আমচাষিদের।            

এদিকে, রাজশাহী আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৯ মার্চ) থেকে আগামী শনিবার (১১ মার্চ) পর্যন্ত রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত এবং ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি না হলেও দুইদিন থেকে মেঘলা আকাশ সেই কালবৈশাখীর আগমণী বার্তা জানান দিচ্ছে বলে উল্লেখ করেছেন এ আবহাওয়া কর্মকর্তা।

তিনি জানান, চলতি মৌসুমের শুরুতে খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে গত শনিবার (০৪ মার্চ)। ভোরে ও রাতে দুইদফা বৃষ্টি হয়। এতে রাজশাহীতে ১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

আর দুপুর ১টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা দুপুর ১২টায় হয় ৮৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।