ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিলাইদহে রবীন্দ্রভবন নির্মাণে ভারতের অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
শিলাইদহে রবীন্দ্রভবন নির্মাণে ভারতের অনুদান কুঠিবাড়ি কমপ্লেক্সে রবীন্দ্র ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

কুষ্টিয়া: জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির জমিদারির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি কমপ্লেক্সে রবীন্দ্র ভবন নির্মাণে বাংলাদেশ সরকারকে ১৮ কোটি ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিচ্ছে ভারত সরকার।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ির পুকুর পাড়ের বকুলতলায় এ বিষয়ক একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আজম। ভারতীয় হাই কমিশন ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয় ও পুরাতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুঠিবাড়ি কমপ্লেক্সে রবীন্দ্র ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে অতিথিরাভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৩-এর মার্চে তার বাংলাদেশ সফরের সময় সর্বপ্রথম প্রকল্পটি ঘোষণা করেন। ২০১৫ সালের ৭ জুন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রস্তাবিত এ রবীন্দ্র ভবনে ঠাকুরবাড়ির ঐতিহ্য তুলে ধরতে একটি অত্যাধুনিক প্রদর্শনী গ্যালারি, প্রজেকশন সুবিধা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরাপিত সঙ্গীত, নৃত্য বিষয়ে পাঠদান কক্ষ, কবি সম্পর্কিত গ্রন্থ সংরক্ষণের জন্য পাঠাগার, হস্তশিল্পালয় ইত্যাদি থাকবে।

এছাড়াও কমপ্লেক্সটিতে থাকছে অতিথিশালা, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ অথবা অ্যাম্ফিথিয়েটারের মতো আধুনিক সব আয়োজন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।