ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ১৭ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মানিকগঞ্জে ১৭ মাদক ব্যবসায়ী আটক মানিকগঞ্জে ১৭ মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ ফিরোজ হোসেন মুন্নু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এছাড়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জেলার বিভিন্নস্থান থেকে মাদকসহ আরও ১৬ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

মুন্নু মাগুরার শ্রীপুর উপজেলার খাশিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বেনাপোলগামী একটি বাসে অভিযান চালায়। এসময় ২১ কেজি গাঁজাসহ মুন্নুকে আটক করা হয়। এ ব্যাপারে মুন্নুর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।