ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ফেনসিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
কলারোয়ায় ফেনসিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ আটক ২  কলারোয়ায় ফেনসিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ আটক ২ -ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফেনসিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুরের মুজিবর রহমানের ছেলে রাসেল (২৫) ও যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জিয়া (২৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শেখ আমানুল্লাহ কলেজের সামনে যশোরগামী একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ৪শ' বোতল ফেনসিডিলসহ ওই দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।