কেরানীগঞ্জে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১৫শ পুরিয়া হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এরমধ্যে বুধবার (৮ মার্চ) বিকেলে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মিঠুন (৩০), বাবুল মিয়া ওরফে বাবু (৩৮), নুরুল ইসলাম (৪২) ও আয়েশা (২৬)।
দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ইকুরিয়া এলাকায় অভিযান চালায়।
এসময় ১০০ পুরিয়া হেরোইনসহ আয়েশাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হাসনাবাদ নদীর পাড় এলাকার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ১৪শ পুরিয়া হেরোইনসহ তিন যুবককে আটক করা হয়। উদ্ধার ১৫শ পুরিয়া হেরোইনের ওজন ১৬৮ গ্রাম। যার বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।