ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদকদ্রব্যসহ মা-ছেলে আটক     

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সিলেটে মাদকদ্রব্যসহ মা-ছেলে আটক      সিলেটে মাদকদ্রব্যসহ মা-ছেলে আটক   

সিলেট: সিলেটে মাদকদ্রব্যসহ মা-ছেলেকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

বুধবার (৮ মার্চ) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট নগরীর দক্ষিণ সুরমা পিরোজপুর মিয়াবাড়ির ছিনো মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪০) ও তার ছেলে মো. ফারুক (২৪)।

 

র‌্যাব স‍ূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী ফরিদা ও তার ছেলে ফারুক সিলেটসহ অন্য এলাকায় মাদকদ্রব্য খুচরা ও পাইকারি বিক্রি করতেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।  

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জেড এম ইমরান জানান, অভিযানকালে আটকদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনইউ/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।