ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

ধামরাই: ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয় বাসের অন্তত ১৫ যাত্রী।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন-মনির হোসেন, জসিম, খোকন, পলাশ ও আসমা আক্তারসহ উভয় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাংলানিউজকে জানান, দুপুরে বারবাড়িয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে পাটুরিয়া থেকে ছেড়ে আসা নবীনগরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হন। এসময় আহত হন উভয় বাসের অন্তত ১৫ যাত্রী।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।