ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো-লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের ছেলে আরাফাত (৪) ও তার চাচাতো বোন মিরাজুল বিশ্বাসের মেয়ে ফাবিয়া (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলতে বের আরাফাত ও ফাবিয়া। অনেক সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে শুরু করে পরিবারের লোকজন। পরে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।