বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাভার ব্যাংক কলোনী থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বেংরুই গ্রামের মো. নুরুল ইসলাম মাস্টারের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), মাগুরা সদর থানার কাউন্সিলপাড়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের ছেলে জাহাঙ্গীর আলম সিকদার (৩৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের বাসিন্দা মো. আসলাম মিয়া।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, আটক তিনজনই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে চাকরি নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে সাভার ব্যাংক কলোনী থেকে এক লাখ টাকা, বিভিন্ন রকমের চাকরির কাগজ ও স্ট্যাম্পসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনির নামে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/এসএইচ