বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী বাংলানিউজকে জানান, দুপুরে শাহবাগ এলাকায় মৎস্য ভবন সামনের একটি চলন্ত বাসে উঠতে গেলে পা ফসকে পড়ে যান শুভ।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরে বাসসহ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
মৃত্যু সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন নিহতের বাবা মো. শাহা আলম। তিনি বাংলানিউজকে জানান, শুভ ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের এ-লেভেলের ছাত্র। সকালে শুভ বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্য বেরিয়ে যায়। তারা খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এজেডএস/এটি/এএ