ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় বজ্রপাতে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
খুলনায় বজ্রপাতে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

খুলনা: খুলনায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামের মুণ্ডাপাড়ায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাবেয়া খাতুন (১৩) ও রহিমা আক্তার (১৩)। তারা বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

নিহত রাবেয়া পাথরখালী এলাকার দিদারুল গাজী ও রহিমা একই গ্রামের আতিয়ার রহমান গাজীর মেয়ে।

বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার ও স্থানীয় উত্তর বেদকাশি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম বজ্রপাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, দুপুরে রাবেয়া ও রহিমা মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফেরে। পরে দুপুর ২টার দিকে তারা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে পাথরখালী গ্রামের মুণ্ডাপাড়ার পুলিন মুণ্ডার বাড়ির কাছে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তারা দু’জনই ঘটনাস্থলেই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমআরএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।