ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আগামী অর্থ বছরে ৫ লাখ কোটি টাকার বাজেট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
আগামী অর্থ বছরে ৫ লাখ কোটি টাকার বাজেট আগামী অর্থ বছরে ৫ লাখ কোটি টাকার বাজেট-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের সেই উন্নয়নের ধারাবাহিকতায়ই ২০১৭-১৮ অর্থ বছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার তৃণমূল থেকে দেশের উন্নয়নে কাজ করছে।

আগামী ২০২১ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, এক নেত্রী দেশের উন্নয়ন করেন, আরেক নেত্রী দেশ ধ্বংস করার চক্রান্ত করেন। কাকে আপনারা ক্ষমতায় দেখতে চান?

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।

এরপর মন্ত্রী টাঙ্গাইল শহর ঘেঁষে বয়ে যাওয়া লৌহজং নদীর খনন কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।