ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপের ঘটনায় নারীসহ গ্রেফতার ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপের ঘটনায় নারীসহ গ্রেফতার ৩  চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপের ঘটনায় নারীসহ গ্রেফতার ৩ 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের সেন্টারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বড়শলুয়া গ্রামের সমসের আলীর স্ত্রী সাইফুন নাহার (৪০), মৃত ওহাব খানের ছেলে ওহেদ খান (৪২) ও আরিফ খান (৩৫)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, ৩ মার্চ বিকেলে বড় শলুয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে দুই সতিনের মধ্যে বিবাদ শুরু হয়।

এর স‍ূত্র ধরে সাইফুন নাহার, ওহেদ খান ও আরিফ খান ওই গৃহবধূর মুখে এসিড নিক্ষেপ করে। পরে ত‍াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এসিড নিক্ষেপের শিকার ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ চুয়াডাঙ্গার সদর উপজেলার বড়শলুয়া গ্রামের সেন্টারপাড়া থেকে ওই তিনজনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।