গ্রেফতারকৃতরা হলেন-বড়শলুয়া গ্রামের সমসের আলীর স্ত্রী সাইফুন নাহার (৪০), মৃত ওহাব খানের ছেলে ওহেদ খান (৪২) ও আরিফ খান (৩৫)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, ৩ মার্চ বিকেলে বড় শলুয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে দুই সতিনের মধ্যে বিবাদ শুরু হয়।
এসিড নিক্ষেপের শিকার ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ চুয়াডাঙ্গার সদর উপজেলার বড়শলুয়া গ্রামের সেন্টারপাড়া থেকে ওই তিনজনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি/আরএ