ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাঙামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাঙামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাঙামাটি: রাঙামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত‍া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ।

রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সুনীল কান্তি দে, নিরুপা দেওয়ান, সদস্য মনিরুজ্জামান মহসিন, রানা, এসএম হামিদ, রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেবী  ত্রিপুরা এবং বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তরুণ কান্তি ঘোষ রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষাদান কার্যক্রমের প্রশংসা করে বলেন, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্বেও এ বিদ্যালয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাণিজ্যিক মনোভাব ত্যাগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।  

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয়ে সামগ্রিক উন্নয়নে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিদ্যালয়ের পূর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণের অবশিষ্ট কাজ বাস্তবায়ন করবে।

বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।