ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ইভটিজিংয়ের সময় ৮ তরুণ আটক, মুছলেকায় মুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সিলেটে ইভটিজিংয়ের সময় ৮ তরুণ আটক, মুছলেকায় মুক্তি

সিলেট: সিলেটে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের ইভটিজিংয়ের  সময় আট তরুণকে আটক করা হয়। পরে খবর পেয়ে অভিভাবকদের মুছলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর মিরের ময়দান এলাকায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকার খায়রুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও পুরানগাঁওয়ের আমিনুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম, মৌলভীবাজারের বড়লেখা তালিমপুরের মাসুক আহমদের ছেলে বর্তমানে নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা আমির আহমদ, নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার নরেশ দে’র ছেলে বিশ্ব দে, ওই বিদ্যালয় সংলগ্ন মুন্সীপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম নয়ন, একই এলাকার জমির হোসেনের ছেলে মো. সাইদুল, হাবিবুল ইসলামের ছেলে আবু শাহরিয়ার হানিফ ও নগরীর মনিপুরী রাজবাড়ি এলাকার কবীর আহমদ চৌধুরীর ছেলে সিরাজুন্নবী চৌধুরী।

অভিযানে নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমসেদ আলম বাংলানিউজকে বলেন, নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ ছুটির পর দল বেধে ছাত্রীদের উত্যক্ত করছিল তরুণরা। আটকের পর অভিভাবকদের খবর দিয়ে মুছলেকার মাধ্যমে তরুণদের ছেড়ে দেওয়া হয়।

এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে এভাবে অভিযান চলবে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনইউ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।