ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

ঢাকা: গাবতলী সড়কের দীর্ঘ অংশ জুড়ে পারাপারের জন্য রয়েছে মাত্র একটি আন্ডারপাস। এই অংশে কোনো ফুটওভারব্রিজ না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক বিভাজন টপকে রাস্তা পার হচ্ছেন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। 

ছবিগুলো বৃহস্পতিবার (০৯ মার্চ) গাবতলী এলাকা থেকে তুলেছেন দীপু মালাকার।

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারএক সন্তানের হাত ধরে আর এক সন্তানকে কাঁধে নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন এক মা।

 

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারএমন অবস্থাতেও চলন্ত গাড়িগুলোর কোনো বিকার নেই।  

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারএকটু এগোলেই আন্ডারপাস। কিন্তু অনেকে রাস্তাটুকু হেঁটে গিয়ে আন্ডারপাস দিয়ে পার হচ্ছেন না।

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপাররাজধানীর এরকম চিত্র প্রতিদিনকার। স‍াধারণ মানুষের সচেতনতার অভাবে সংবাদমাধ্যমগুলোতে প্রতিদিনই শহরের কোনো না কোনো জায়গার দুর্ঘটনার খবর উঠে আসছে। যা কোনো পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।