ছবিগুলো বৃহস্পতিবার (০৯ মার্চ) গাবতলী এলাকা থেকে তুলেছেন দীপু মালাকার।
এক সন্তানের হাত ধরে আর এক সন্তানকে কাঁধে নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন এক মা।
এমন অবস্থাতেও চলন্ত গাড়িগুলোর কোনো বিকার নেই।
একটু এগোলেই আন্ডারপাস। কিন্তু অনেকে রাস্তাটুকু হেঁটে গিয়ে আন্ডারপাস দিয়ে পার হচ্ছেন না।
রাজধানীর এরকম চিত্র প্রতিদিনকার। সাধারণ মানুষের সচেতনতার অভাবে সংবাদমাধ্যমগুলোতে প্রতিদিনই শহরের কোনো না কোনো জায়গার দুর্ঘটনার খবর উঠে আসছে। যা কোনো পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরআর/এসএইচ